রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা এ আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে দুটি পৃথক স্থানে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “আমাদের কাছে তথ্য আসে যে, রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আমরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।”
এদিকে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। তদন্তকারীরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দায়ীদের শনাক্তে কাজ শুরু করেছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে এই ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ ও দায়ীদের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
সিএ/এমআরএফ


