রাজধানীর শ্যামপুরের জুরাইন বাগিচা বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মো. সজীব (৩৫) নামে এক ইঞ্জিন মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত সজীবের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিক্রমপুর এলাকায়। তিনি মো. ইয়াদ আলীর ছেলে এবং পোস্তগোলা আরসিন গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, শাহিন নামে এক ব্যক্তি ঘর সাজানোর জন্য সজীবের কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। সোমবার রাতে শাহিন পাওনা টাকা দিতে অস্বীকার করে সজীবকে কাজল নামের এক ব্যক্তির দোকানে বসতে বলেন। কিছুক্ষণ পর শাহিন সেখানে এসে হঠাৎ করে সজীবের কোমরে ছুরি বসিয়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় সজীব দোকানেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাগিনা জাকির হোসেন জানান, “আমার মামাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাহিন ও কাজল মিলে এ ঘটনা ঘটিয়েছে।”
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি। খবর যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সিএ/এমআর