ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘আমার ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। আমার ঝগড়া করার কোনো রেকর্ড নেই। আমি বহু আগে থেকে নির্বাচন করি, কোনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ঝগড়া বা সংঘর্ষের রেকর্ড নেই। আমি ঝগড়া করব না।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। একই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, “আমি কী বলব। এই ধরনের ঘটনা তো আগে থেকেই খুঁজছে। বহুদিন ধরে এভাবে চেষ্টা করা হচ্ছে। কে সেখানে থাকবে, তা নিয়ে খামোখা লাগানো হচ্ছে না। যারা এটা করছে, তারা উদ্দেশ্যমূলকভাবে করছে। আমি তো জানিও না। আমার তো সেখানে বিকেল ৫টায় যাওয়ার কথা ছিল।”
সিএ/এএ


