বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের অপেক্ষায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জনতার ঢল রাজবাড়ি মাঠকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছে।
শহরের প্রধান প্রাধান সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়েছেন অনেকে। বিকেল ৩টার পর চান্দনা চৌরাস্তা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভিড়ের কারণে শহরের সব গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। তারপরও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ সমাবেশে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছিল।
আজ সন্ধ্যায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠের সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সিএ/এএ


