নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি এখন সহিংসতা ও অস্থিতিশীলতার পথ বেছে নিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা এলাকায় গণসংযোগ শেষে উলনবাজারে নিজ নির্বাচনী ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে তিনি ওই এলাকায় সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি নির্বাচন এলেই পরাজয় আঁচ করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। তিনি দাবি করেন, ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের পর বিএনপি যে আচরণ করেছিল, জাতীয় নির্বাচনেও একই কৌশল অনুসরণ করছে দলটি। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা গণতন্ত্রের পথে থাকবে নাকি আওয়ামী লীগের দমন-পীড়নের পথ অনুসরণ করবে—এ সিদ্ধান্ত তাদের নিতে হবে। অতীতে আওয়ামী লীগের আচরণের পরিণতি সারা বিশ্ব দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার ভাষ্য, মাঠপর্যায়ে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে, কিন্তু নির্বাচন কমিশন দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। তিনি অভিযোগ করেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে গেছে।
গণসংযোগকালে নাহিদ ইসলাম ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের উদ্দেশে তার প্রতীক ‘শাপলা কলি’ এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে সম্পূর্ণ সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি রামপুরা এলাকার দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন, শিক্ষার মানোন্নয়ন এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বলেন, তাদের লক্ষ্য একটি ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে তোলা।
গণসংযোগের সময় ১১ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
সিএ/এসএ


