নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশা চুরি করার সময় সোহেল (২৯) নামে এক চোরকে স্থানীয়রা আটক করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটক সোহেল উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে নুরুল ইসলামের বাড়ি থেকে তার ছেলের অটোরিকশাটি চুরি করার সময় সোহেলকে সন্দেহজনকভাবে উপস্থিত থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে কেন্দ্রুয়া থানার পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, ‘আমরা খবর পেয়ে অটোরিকশা চোরকে আটক করে থানায় নিয়ে আসি। তিনি বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। বাদী মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সিএ/এএ


