জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে সরিষাবাড়ী থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর গ্রামের মৃত আশরাফুল ইসলাম টিটুর ছেলে লিটন মিয়া (২২) এবং চর ধানাটা গ্রামের দুলাল মিয়ার ছেলে ফারুক হোসেন (২৮)।
পুলিশ জানায়, চলতি মাসের ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে নির্বাচন অফিসের কর্মকর্তা মির্জা ফখরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় তিনি সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য অভিযান শুরু করে। সিসি টিভি ফুটেজ এবং পুলিশের তথ্য প্রযুক্তির সাহায্যে মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, ‘প্রধান আসামিকে গাজীপুর থেকে এবং অপরজনকে সরিষাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া মোটরসাইকেলটি তারাকান্দি ডুরেরভিটা এলাকা থেকে উদ্ধার করা হয়। সোমবার রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
সিএ/এএ


