চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার রহনপুর পৌর এলাকায় পুনর্ভবা নদীর পাড় থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, নদীর পাড়ে বস্তুগুলো দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘লাল স্কচটেপ মোড়ানো বস্তুগুলো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ধানের তুষের মধ্যে রাখা ছিল। এগুলো বিস্ফোরক বস্তু কি না তা নিশ্চিত করতে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রেখেছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’
সিএ/এএ


