চট্টগ্রাম-১৫ আসনের (লোহাগাড়া-সাতকানিয়া) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সদরে আল মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপির সঙ্গে যুক্ত হন।
এলডিপি থেকে আসা নেতাকর্মীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের বরণ করেন উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপিতে সদ্য যোগদানকারী নুরুল আলম বলেন, ‘আমি আগেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে বিএনপির রাজনীতি চালিয়ে যাব। বিএনপি দেশের সর্ববৃহৎ সংগঠন। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বর্তমান সময়টি দেশ ও জাতির জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই আসনটি তাকে উপহার দিতে হবে।’
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও নতুন যোগদানকারীদের অভিনন্দন জানান। তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, ঐক্যবদ্ধ এই শক্তির মাধ্যমে লোহাগাড়া-সাতকানিয়া আসনটি বিএনপির জন্য বিজয় সুনিশ্চিত করা সম্ভব হবে।
সিএ/এএ


