নিউমার্কেট থানাধীন সাইন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলায় ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাইমুর রহমান তামিম (১৮) আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আহতের চাচাতো ভাই জুয়েল রানা জানিয়েছেন, তামিম কলেজ থেকে বন্ধুদের সঙ্গে দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব এলাকা দিয়ে বন্ধুদের সঙ্গে জিগাতলায় নিজ হোস্টেলের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় আইডিয়াল কলেজের ৮-১০ জন শিক্ষার্থী হঠাৎ তার ওপর ইট দিয়ে আঘাত করেন। এতে তামিম আহত হন।
পরে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এছাড়া তামিমের আরও তিন বন্ধু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলায় আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শিক্ষার্থী জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছেন এবং তার অবস্থা গুরুতর নয়।
তামিম কুষ্টিয়ার কুমারখালী থানার কালুয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মোতাহার রহমান।
সিএ/এএ


