যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবার কোদালের আঘাতে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তরিকুল ইসলাম (৩৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
তরিকুল ইসলাম চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা। তিনি রবিউল ইসলামের ছেলে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নিজ বাড়ির সামনে থাকা মুদি দোকানে অবস্থান করছিলেন তরিকুল। এ সময় তিনি হঠাৎ দোকানেই ঘুমিয়ে পড়েন। দোকানে থাকা ক্রেতারা একে একে চলে যেতে থাকলে বিষয়টি লক্ষ্য করে ক্ষুব্ধ হন তার বাবা।
রাগের বশবর্তী হয়ে রবিউল ইসলাম ঘুমন্ত ছেলের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এতে তরিকুল গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তরিকুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের চাচা আসাদুল ইসলাম চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিএ/এএ


