বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে বলেছেন, মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। সেই ইতিহাস কখনো ভুলে যাওয়ার সুযোগ নেই। আজ যারা স্বাধীনতার চেতনা বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শই হবে আগামীর বাংলাদেশ গঠনের মূল ভিত্তি। বুধবার (২১ জানুয়ারি) মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এদিন দুপুরে মোরেলগঞ্জে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাবু সোমনাথ দে আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অতীতে যেমন দেশকে নেতৃত্ব দিয়েছেন, তেমনি বর্তমান ও ভবিষ্যতেও গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে আপনাদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।’
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। সভায় মুক্তিযুদ্ধের চেতনা, এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারাও দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতার চেতনা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিএ/এএ


