অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াত আমিরের সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
এই বৈঠককে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই জামায়াতের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিএ/এসএ


