নির্বাচন-পরবর্তী সময়ে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান, নির্বাচন শেষে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার ওপর গুরুত্ব দেবেন তিনি।
ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে আকি আবে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, আলোচনার একপর্যায়ে আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। এ সময় তারা পারস্পরিক স্মৃতিচারণও করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, সাক্ষাতে আকি আবে আসন্ন নির্বাচন শেষে প্রধান উপদেষ্টা কীভাবে সময় কাটাবেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি তিনটি খাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
প্রথমত, দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি। এর মাধ্যমে বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দেশের ভেতরে থাকা তাদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে পারেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন, সে ব্যবস্থাও গড়ে তোলার কথা বলেন তিনি।
দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত রাখার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তরুণ সমাজকে সম্পৃক্ত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই এই কার্যক্রম চলবে বলে জানান তিনি।
তৃতীয়ত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সংশ্লিষ্ট কার্যক্রমও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান অধ্যাপক ইউনূস।
এ ছাড়া উপ-প্রেস সচিব জানান, আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সফরকালে সামুদ্রিক গবেষণা, ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে জাপানের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।
সিএ/এসএ


