বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে গেছেন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কখনো পিছপা হননি।’ তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি জনগণের অধিকার আদায়ের প্রশ্নে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন।
তিনি আরও বলেন, ‘দুঃসময়ে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন—ক্ষমতা নয়, জনগণের কল্যাণই তার রাজনীতির মূল দর্শন। তার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয়।’ এ সময় তিনি খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
সিএ/এএ


