আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। এ ছাড়া দেশের ২০ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কিছু দিন ধরে অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, এসব অঞ্চলে শীতের প্রভাব কিছুটা বেশি থাকতে পারে।
সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে, যেখানে ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা হবে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
সিএ/এএ


