স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির ফল বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘সন্ত্রাসীরা যেভাবে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে চলে গেল ও জনগণের সামনে দিয়ে পালিয়ে গেল, তা অবিশ্বাস্য ঘটনা। এটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির ইঙ্গিত দেয়।’
তিনি বলেন, এর আগে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরও পুলিশ কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। মাস ঘুরতে না ঘুরতেই রাজধানীর বুকে আবারও এমন দুঃসাহসিক ঘটনা প্রমাণ করে যে দেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আগের ঘটনা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি।
সাইফুল হক আরও বলেন, মাসখানেক পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে এ ধরনের হত্যাকাণ্ড নির্বাচন প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচনে মানুষ স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারবে কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ দেখা দিয়েছে।
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেন, ‘হত্যাকারী যে বা যারাই হোক না কেন, সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি নিহত আজিজুর রহমান মুছাব্বিরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি জানান, রাজধানীর কারওয়ান বাজারে আম্বরশাহী মসজিদে মরহুম মুছাব্বিরের জানাজায় তিনি অংশগ্রহণ করেছেন।
সিএ/এএ


