সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফেনীর ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরে তার পৈতৃক বাড়িতে কোরআন খতম, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর আয়োজনে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের পৈতৃক নিবাসের আঙিনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ নিতে আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। আয়োজকদের তথ্যমতে, কুলখানিতে অন্তত ৮ হাজার মানুষের সমাগম ঘটে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ভিপি জয়নাল আবেদিন।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ, সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার শেকড়ের মাটিতে এই বিশাল ধর্মীয় আয়োজন প্রমাণ করে, তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং কোটি মানুষের হৃদয়ের আপনজন।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি জোবায়ের হোসেন।
সিএ/এএ


