মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ বিল্লাল হোসেন ওরফে কটা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান চালায়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন ওরফে কটার বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বিল্লালের শয়নকক্ষের ওয়ারড্রোব থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বোরের পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ অবৈধ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক বিল্লাল হোসেন ওরফে কটাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ওরফে কটা এলাকায় অনলাইন জুয়ার অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত। অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। একই ধরনের অভিযোগে তাকে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকতে হয়েছে।
এছাড়া অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে তাকে ঢাকায় সিআইডি দপ্তরে তলব করা হয়েছিল বলেও জানা গেছে। দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ থাকলেও এবার অবৈধ অস্ত্রসহ আটকের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সিএ/এএ


