চুয়াডাঙ্গায় ১৫টি ককটেলসহ এরিন বাদশা নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে পৌর শহরের নুরনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক এরিন বাদশা (৪০) নুরনগর গ্রামের সুলতানের ছেলে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল নুরনগর গ্রামের একটি বাসা বাড়িতে অভিযান চালায়। অভিযানে এরিন বাদশাকে ওই বাড়ি থেকে ২৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক করা হয়।
পরবর্তীতে তার স্বীকারোক্তিতে পাশের একটি কবরস্থান থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত বাদশা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: চুয়াডাঙ্গা পুলিশ
সিএ/এএ


