আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি সংসদীয় আসনে দাখিল করা মোট ৩৫টি মনোনয়নপত্রের মধ্যে সব স্বতন্ত্র প্রার্থীসহ ১২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়। যাচাই-বাছাই কার্যক্রমে নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুসরণ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন ফেনী-১ আসনের নিজাম উদ্দিন ভূঁইয়া, ফেনী-২ আসনের ইয়াকুব নবী ভূঁইয়া, মো. ইসমাইল ও এস এম হুমায়ুন কবির পাটোয়ারী এবং ফেনী-৩ আসনের খালেদ মাহমুদ ও মাহবুবুল হক রিপন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনীর তিনটি সংসদীয় আসনে মোট ছয়জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় রিটার্নিং কর্মকর্তা তাদের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। এটি অত্যন্ত দুরূহ এবং কষ্টকর বিষয়।’
তিনি আরও বলেন, ‘ফেনীর তিনটি সংসদীয় আসনের সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবরটি আসলেই দুঃখজনক বিষয়। প্রার্থী হওয়ার ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের আরো বেশি সতর্ক হতে হবে।’
সিএ/এএ


