সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নদীরক্ষা বাঁধের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ শ্রমিককে জরিমানা করা হয়েছে। অভিযানে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় প্রশাসন এ পদক্ষেপ নেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, অভিযানের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, অভিযানে আটক ব্যক্তিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হবেন না বলে মুচলেকা দেন। মুচলেকা দেওয়ার পর জব্দ করা ড্রেজার ও বাল্কহেড ফেরত দেওয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন মো: সালাউদ্দিন (৪০), শুকুর আলী (৪২), ইয়াসিন ইসলাম (২২), লিয়াকত আলী খান (৫০) ও খলিল মোল্লা (৪৫)। অভিযানে নৌ পুলিশ, থানা পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিএ/এএ


