নোয়াখালী জেলা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। আজ সোমবার সকালে তিনি জেলা বিএনপির সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে ফরমটি জমা দেন।
একই দিন দুপুরে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির দলীয় প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি ও তাঁর সঙ্গে থাকা দলীয় নেতারা জেলা প্রশাসকের কাছে প্রার্থীতা ঘোষণা করেছেন।
এছাড়া দুপুরে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপির প্রার্থী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ সকাল থেকে বিকেল আড়াইটা পর্যন্ত অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা পর্যায়েও মনোনয়নপত্র গ্রহণ চলছে। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ থাকবে। এ পর্যন্ত ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিএ/এএ


