ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ সাতজন মাদককারবারিকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৪০৪ পিস ইয়াবা বড়ি ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি ডিগ্রি কলেজ মাঠ এলাকায় মাদক লেনদেনের প্রস্তুতি চলছে—এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মধুখালী উপজেলার দস্তরদিয়া গ্রামের জয়নাল শেখের ছেলে রবিন শেখ (৩০), একই গ্রামের সিরাজ শেখের ছেলে সজীব শেখ (৩০), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সর্বানদিয়া গ্রামের ইমামুল শেখ (৩৮), আমোরদী গ্রামের হাসেম শেখের ছেলে রেজাউল শেখ (৩২), তার ছোট ভাই তরিকুল শেখ (১৮), সাতৈর ইউনিয়নের কাদিরদি গ্রামের শফিউল আলম (৪৪) এবং কোতোয়ালি থানার চতর গ্রামের মো. জাহিদ শেখের ছেলে মিলন শেখ (২৭)।
এ ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার নম্বর ৩৪। পরে আটক আসামিদের আদালতে পাঠানো হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে সাতজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আটক আসামিদের আজ ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।’
সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে স্থানীয় সেনা ক্যাম্পগুলোকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সিএ/এএ


