দুবৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-৮ আসনে এনসিপির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বর্তমানে এনসিপির মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটোয়ারী শাপলা কলি প্রতীকে লড়বেন এ আসনে।
দলীয় সূত্র জানিয়েছে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামকে সামনে রেখে ঢাকা-৮ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি। নাসিরুদ্দিন পাটোয়ারীকে প্রার্থী করার মাধ্যমে শহীদ হাদির রাজনৈতিক অবস্থান ও দাবিগুলো সংসদে তুলে ধরার লক্ষ্য নিয়েছে দলটি।
এনসিপির নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। শহীদ ওসমান হাদির স্মৃতিকে সম্মান জানিয়ে এ আসনে সংগঠিতভাবে প্রচারণা চালানো হবে বলেও জানান তারা।
সিএ/এএ


