১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বিপুলসংখ্যক নেতা-কর্মীর গণসংবর্ধনা গ্রহণের পর তিনি রাতে রাজধানীর একটি হাসপাতালে গিয়ে মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে আসেন।
বিএনপির দলীয় সূত্র জানায়, আজ শুক্রবার বাদ জুমা বেলা দুইটার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ শুক্রবার ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়েছে।
দলটির পক্ষ থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে এই দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে তারেক রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে বৃহস্পতিবার সকাল ১১টা ৪৩ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনাস্থলে পৌঁছাতে সাধারণত আধা ঘণ্টার বেশি সময় লাগে না। তবে বৃহস্পতিবার বিপুল জনসমাগমের কারণে এই পথে তারেক রহমানের যাত্রায় সময় লাগে প্রায় তিন ঘণ্টা। রাস্তার দুই পাশে নেতা-কর্মী ও সমর্থকদের দীর্ঘ সারি এবং সাধারণ মানুষের ঢলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অনেকে এসেছিলেন কৌতূহল থেকে, আবার কেউ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথজুড়ে ছিল মানুষের ভিড়।
তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশের এলাকায় ছিল জোরদার নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত সড়কের দুই পাশে এবং তারেক রহমানকে বহনকারী বাসের সামনে, পেছনে ও দুই পাশে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
সূত্র: বিএনপি মিডিয়া সেল
সিএ/জেএইচ


