গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে টঙ্গী–ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনজন ব্যক্তি আড়িখোলা রেলব্রিজ এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহতরা কেন রেললাইনের পাশে অবস্থান করছিলেন—সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ওই রেলপথে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সূত্র: স্থানীয় প্রশাসন
সিএ/জেএইচ


