ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা তদারকির সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে।
এর আগে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই ঘোষণার পর থেকেই তার অবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা ও উদ্বেগ প্রকাশ করেছিলেন।
শেষ পর্যন্ত সব শঙ্কার অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন শরিফ ওসমান বিন হাদি।
সিএ/টিআর


