ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তাঁর মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে ফয়সাল করিম মাসুদ ও তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়ে সব ব্যাংকে চিঠি পাঠানো হয়। এনবিআরের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ফয়সাল করিম মাসুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) একজন সদস্য। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আর্থিক লেনদেন ও সম্ভাব্য অর্থনৈতিক সহায়তার দিকগুলো যাচাই করতেই এই ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে গুলি করে ওসমান হাদিকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
চাঞ্চল্যকর এই হামলার ঘটনায় এখনো সরাসরি কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তদন্তকারীরা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছেন। পুলিশ সূত্র জানায়, যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছিল, সেটির মালিক সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর থেকে আবদুল হান্নান নামে এক ব্যক্তিকে আটক করে পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বলে দাবি করা হচ্ছে। ডিএমপি তার অবস্থান ও গ্রেপ্তারে সহায়তার জন্য সবার কাছে তথ্য চেয়েছে।
এদিকে, এই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই হামলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
সিএ/এএ


