শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়। কয়েক দিন ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলমান শীতের মধ্যে সর্বনিম্ন। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কমে যাওয়ার ফলে জেলায় ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। স্থানীয় হাসপাতালগুলোতে বাড়তি চাপ পড়েছে শিশু ও বৃদ্ধ রোগীদের ওপর। শীতে বিপাকে পড়েছেন দিনমজুরেরা, কারণ ভোরে তীব্র ঠাণ্ডা বাতাসের কারণে তারা কাজে বের হতে পারছেন না।
ভ্যানচালক ফারুক হোসেন বলেন, এই শীতে সকালে ভ্যান নিয়ে বের হওয়া যায় না। আমাদের মতো খেটে খাওয়া মানুষের দুর্ভোগ শুরু হয়ে গেছে। ঠাণ্ডা হাওয়ায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, “সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে জেলায়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে।”
সিএ/এএ


