রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে গুরুতর আহত হওয়া শিশু সাজিদ অবশেষে মারা গেছে। গর্তে আটকে পড়ার পর তাকে জীবিত উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পরই শিশুটিকে মৃত ঘোষণা করেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর নলকূপের পরিত্যক্ত গর্তটি কোনো সতর্কতা ব্যবস্থা ছাড়াই খোলা অবস্থায় ছিল। শিশু সাজিদ অসাবধানতাবশত সেখানে পড়ে গেলে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, উদ্ধারকালে শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল এবং হাসপাতালে আনার পর তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিত্যক্ত ও বিপজ্জনক স্থানে সুরক্ষা না থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এমন অসচেতনতার কারণে একটি শিশুর প্রাণহানি অমানবিক। ভবিষ্যতে এ ধরনের গর্ত বা বিপজ্জনক স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান স্থানীয়রা।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এলাকাজুড়ে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে সেগুলো দ্রুত সুরক্ষিত করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিএ/এএ


