নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রায়পুরায় সন্ত্রাসীদের আড্ডা বেশি এবং তাদের হাতে উন্নতমানের হাতিয়ার রয়েছে। তাই সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ সব বাহিনীর সমন্বিত শক্তিশালী অভিযান পরিচালনা করা হবে।
বুধবার সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে টেঁটা আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে। এদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, গত ১৯ জুলাই কারাগারে অগ্নিসংযোগ করে সব কয়েদি পালিয়ে গেলে অনেকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্রের বেশিরভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে। পালানো কয়েদিদের মধ্যে অধিকাংশই মাদক মামলার আসামি হওয়ায় মাদক নির্মূলে বিশেষ নজর দেওয়া হবে। এ ছাড়া ভবিষ্যতে মাদক অপরাধীদের জন্য বিশেষ কারাগার গড়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
পরিদর্শনকালে নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা এবং জেলা কারাগার পরিদর্শন করেন।
সিএ/এএ


