নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের সমর্থকেরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ডের তেল পাম্পের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সময় থেকে তারা রাজপথে থেকে নির্যাতন সহ্য করেছেন, জেল–জুলুম মোকাবিলা করেছেন, তবু দল ত্যাগ করেননি। তাদের দাবি, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও নির্যাতিত একজন নেতাকে মনোনয়ন না দেওয়া অত্যন্ত হতাশাজনক। তারা তারেক রহমানের প্রতি আহ্বান জানান—দলের দুঃসময়ের কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিক্ষোভকারীদের একমাত্র দাবি, নাটোর-৩ আসনে ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে দাউদার মাহমুদকে প্রার্থী করা।
বিক্ষোভে অংশ নেন সিংড়া পৌর বিএনপির সাবেক সদস্যসচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব এম এ মালেক, যুব নেতা আব্দুল্লাহ আল মমিন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নীরু, উপজেলা বিএনপি সদস্য সবুজ মাহমুদ এবং সাবেক সহ–ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল রনি প্রমুখ।
প্রসঙ্গত, কয়েক দিন আগে কেন্দ্রীয় বিএনপি এই আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে। ওই ঘোষণার পর থেকেই দাউদার মাহমুদের অনুসারীদের মধ্যে বিরক্তি ও অসন্তোষ দেখা দেয়।
সিএ/এএ


