বগুড়ার শাজাহানপুরে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রণ না পেয়ে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ফেরদৌস কবির সনি (২৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ‘বেজোড়া যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। অনুষ্ঠানটিতে দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ হন সনি। পরে তিনি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সাউন্ড বক্সে ভাঙচুর চালান। উপস্থিতরা বাধা দিলে তিনি বাড়িতে গিয়ে একটি খেলনা পিস্তল নিয়ে ফিরে আসেন এবং গুলি করার ভঙ্গি করে আতঙ্ক সৃষ্টি করেন।
এ সময় এলাকাবাসী তাকে পিস্তলসহ আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান জানান, ফেরদৌস কবির সনিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি খেলনা পিস্তল ছিল।
সিএ/এএ


