গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক ও আরেক নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা–কালিয়াকৈর সড়কের মানসুরাবাদ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরগামী একটি পিকআপভ্যান মানসুরাবাদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী যাত্রী নিহত হন। সংঘর্ষের সময় উভয় যানবাহনের গতিই ছিল অত্যন্ত বেপরোয়া বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অটোরিকশাচালক ও এক নারী যাত্রীর অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “পিকআপভ্যান চালকের সহকারী শামসুল হককে আটক করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
সিএ/এএ


