দিনাজপুরের হাকিমপুরের হিলি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো মৌসুমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক চাপ কমাতে সরকারঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উপকরণ বিতরণ করে।
৯০০ কৃষক পেলেন উফশী বোরোর বীজ–সার
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী—
৯০০ জন কৃষক পেয়েছেন
বোরো (উফশী) ধানের বীজ ৫ কেজি,
এমওপি সার,
এবং ১০ কেজি ডিএপি সার।
এছাড়া ৪০০ জন কৃষক পেয়েছেন হাইব্রিড বোরো ধানের ২ কেজি করে বীজ।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন,
“কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই সরকারের লক্ষ্য। বিনা মূল্যে বীজ ও সার পেলে কৃষক আরও উৎসাহিত হয়ে বোরো চাষ করবেন, এতে উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে।”
ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন,
“বর্তমান সরকার কৃষিবান্ধব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের বিভিন্ন সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা বোরো মৌসুমে ভালো উৎপাদন অর্জনে বড় ভূমিকা রাখবে।”
কৃষকদের প্রতিক্রিয়া
কৃষক হারেজ উদ্দিন বলেন,
“বাজারে সার ও বীজের দাম বাড়ার কারণে চাষাবাদে খরচ বেড়েছিল। সরকার বিনামূল্যে উপকরণ দেওয়ায় এবার নিশ্চিন্তে চাষ করতে পারব।”
সিএ/এএ


