নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান ও এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। সোমবার (৮ ডিসেম্বর) সকালে আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি দল সকাল ৯টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি হলুদ রঙের কাভার্ড ভ্যান থামানো হলে চালক মো. শ্রী সাগর চন্দ্র দাস (২৮) গাড়ির মালামাল সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে ব্যর্থ হন। পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করে তিনটি লাল ও একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৬৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি স্যামসাং গ্যালাক্সি A22 5G মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগৃহীত গাঁজা ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএ/এএ


