কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং অনৈতিক কর্মকাণ্ড কমাতে সব স্তরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা জরুরি। তিনি বলেন, “আমি সংসদে যেতে পারলে সকল স্তরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলব।
শনিবার (৬ ডিসেম্বর) ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে জাতীয় হাফেজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মসজিদের খতিব-মুয়াজ্জিনদের সরকারি বেতন কাঠামোয় আনার দাবি
মনিরুল হক চৌধুরী বলেন, মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা সবচেয়ে অবহেলিত শ্রেণি, তাই তাঁদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনতে হবে। তিনি আরও বলেন,
“আগামীতে বিএনপি সরকার গঠন করলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এটি বাস্তবায়ন করা হবে।”
তিনি আলেমদেরকে দেশের সম্পদ উল্লেখ করে বলেন, আলেমদের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না। যে মতেরই হোক, তাদের নিরাপত্তা দেওয়া সবার দায়িত্ব।
সম্মেলনে উপস্থিতি ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির,
জেলা তাঁতী দলের সদস্য সচিব মাহমুদুর রহমান পিটার,
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন,
হাফেজ কল্যাণ সমিতির মহাসচিব ক্বারী হুমায়ুন কবির,
সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন বেলালী,
অর্থ সম্পাদক হাফেজ ইজহারুল হক সিরাজী,
বাংলাদেশ খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার,
কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পায় ইবনে তাইমিয়া হিফজ বিভাগ।
শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হন হাফেজ মাওলানা ফরিদ আহমেদ ভুঁইয়া ও অধ্যাপক শাহাদাত হোসেন।
শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা পান হাফেজ জয়নাল উদ্দিন আহমেদ।
সিএ/এএ


