মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় সিমেন্টবোঝাই তিনটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযান চালিয়ে এসব বোটসহ ৩০ জন মাঝিকে আটক করা হয়।
নৌবাহিনী জানায়, রাতের টহল চলাকালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন সংলগ্ন সাগরে তিনটি সন্দেহজনক বোট শনাক্ত করে। জাহাজের থামার নির্দেশ উপেক্ষা করে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ এবং এফবি আলাউদ্দিন-২ নামের বোট তিনটি আটক করা হয়।
তল্লাশিতে তিন বোট থেকে মোট ১,৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ জন মাঝিমাল্লাকেও আটক করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএ/এএ


