ঢাকার সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ১ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মো. জালাল উদ্দিন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
- রবিন (২১), গাজীপুরের কাশিমপুর থানার শৈলডুবি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে
- মো. আব্দুল কাদির রাশেদ (৪৭), শরীয়তপুরের পালং থানার দক্ষিণ ক্যাবলনগর গ্রামের মো. ইদ্রিস শেখের ছেলে
ডিবি জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানার তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালি ভরারি এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে সাভার পৌরসভার জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকা থেকে মো. আব্দুল কাদির রাশেদকে গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা পাওয়া যায়।
ওসি মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে রাজধানীর লালবাগ, কামরাঙ্গীরচর, সাভার এবং শরীয়তপুরের পালং থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নতুন মামলাও দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


