সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
দাফন সম্পন্ন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আট্টাকা ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে আট্টাকা জামে মসজিদের পাশে স্বামীর কবরের পাশেই তাঁকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা
নূর আফরোজ আলী ২০০৯ সালের ২৫ জানুয়ারি থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪ থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি খুলনা মহিলা লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


