কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় আসামি কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি ও সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা।
আইনজীবী জানান, জামিনে থাকাকালীন দুই আসামি হিরো আলমকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিলেন। এ কারণে বাদী একটি সাধারণ ডায়েরিও করেন। পাশাপাশি তারা জামিনের শর্ত ভঙ্গ করায় জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় হাঁটছিলেন হিরো আলম। সে সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন তার পথরোধ করে জোর করে পাশের কাশবনে নিয়ে যায়। সেখানে ম্যাক্স অভি হাতে থাকা কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। বাঁচতে গিয়ে বাম হাতে প্রতিরোধ করতে গেলে গুরুতর আহত হন তিনি।
অন্য আসামিরা লোহার ধারালো স্কেল দিয়ে আঘাত করলে তার ডান হাতের কনুইয়ে গভীর জখম হয়। পরে আবারও লাঠির আঘাতে তার কপাল ফেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন। এরপর কিল-ঘুষি, লাথি ও থাপ্পড়ে তাকে আহত করা হয়। ম্যাক্স অভি তার হোনর ব্র্যান্ডের মোবাইলও ভেঙে দেন। যাওয়ার সময় আসামিরা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়।
স্থানীয়দের সহায়তায় হিরো আলম হাসপাতালে চিকিৎসা নেন। পরদিন ৫ অক্টোবর বাড্ডা থানায় তিনি মামলা দায়ের করেন।


