জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
কামরুল ইসলামের আইনজীবী আফতাব চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান তিন আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, গত ১৮ জুন এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর কামরুল ইসলামের ৫ দিনের এবং ২০ অক্টোবর সোলাইমান সেলিমের ৪ দিনের রিমান্ড দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় ছাত্র–জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মনিরের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।


