উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে পুরো অঞ্চল। কমতে থাকা তাপমাত্রায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ, দিনমজুর, নিম্নআয়ের পরিবারসহ নদ–নদীর চরাঞ্চলের হতদরিদ্র বাসিন্দারা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ—এ তথ্য নিশ্চিত করেছে রাজারহাট আবহাওয়া অফিস।
তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে মাঠে-ঘাটে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষকে।
ভোগডাঙ্গা ইউনিয়নের দিনমজুর মানিক মিয়া (৫৫) জানান, “কয়েক দিন ধরেই প্রচণ্ড ঠাণ্ডা। কাজে বের হতে খুব কষ্ট হয়।”
সদর উপজেলার চরমাধবরাম এলাকার কৃষিশ্রমিক সেকেন্দার আলী (৬০) বলেন, “ঠাণ্ডা এত বেশি যে ঘর থেকে বের হওয়াই কঠিন। আমাদের মতো বয়স্কদের জন্য কাজ করা আরও কঠিন হয়ে পড়েছে।”
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শীত দিনে দিনে আরও বাড়ছে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে জনদুর্ভোগ বেড়েই চলেছে।


