রাজনৈতিক মতানৈক্য থাকলেও তা যেন বিরোধে রূপ না নেয়, সে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়।
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) দেশে ফেরেন তিনি। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াত আমির।
তিনি জানান, এবার এককভাবে নয়, বরং বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করবে জামায়াতে ইসলামী। এক বছর আগে আঞ্চলিক পর্যায়ে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রবাসীদের ভোটার তালিকায় সম্পৃক্তকরণের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, কারণ এবারই প্রথম প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।” তবে তিনি দাবি করেন, প্রযুক্তিগত জটিলতার কারণে অনেক প্রবাসী আগ্রহ থাকা সত্ত্বেও নিবন্ধন করতে পারেননি। এজন্য ইসির কাছে তিনি অন্তত ১৫ দিন সময় বাড়ানোর অনুরোধ জানান।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ভূমিকা জাতীয় সংসদ ও সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ হবে। “হয়তো সময় লাগবে, কিন্তু আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ”—বলেন তিনি।
লন্ডন সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আপনি শুনেছেন, আমি শুনিনি।”
রাজনৈতিক দলগুলোর মতানৈক্য প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মতের ভিন্নতা থাকতেই পারে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতানৈক্য যেন মতবিরোধে না গড়ায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্যে পৌঁছাবে এবং সরকারের আহ্বানে ইতিবাচকভাবে সাড়া দেবে।
সিএ/এমআরএফ

                                    
