ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার কারেঙ্গিছড়া এলাকায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশি দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া (৪০), কবিলাসপুর গ্রামের সজল মিয়া (২৫) এবং আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)।
বিজিবি সূত্র জানায়, স্থানীয় জনতা তাদের আটক করে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। বিজিবি ও বিএসএফ সমন্বয়ে দুই দেশের পুলিশ লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে। হবিগঞ্জ পুলিশ নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করেছে।
সিএ/এমআর


