Friday, August 15, 2025
30.3 C
Dhaka

সাংবাদিকদের উপর চড়াও কিশোরগঞ্জ থানার ওসি, থানায় গালাগাল ও গ্রেপ্তারের হুমকি

রংপুরের গংগাচড়ার হিন্দুপল্লীতে হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে দুই সাংবাদিক থানায় চরম লাঞ্ছনার শিকার হয়েছেন। এ ঘটনায় নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে গালাগাল ও গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ থানা চত্বরে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন—কালবেলা’র রংপুর প্রতিনিধি রেজওয়ান রনি এবং প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক জহির রায়হান।

ঘটনার পটভূমি
রোববার (২৭ জুলাই) রংপুরের গংগাচড়ার সীমানাসংলগ্ন কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নে উত্তেজনাকর পরিবেশে মাইকিং, বিক্ষোভ ও জমায়েতের অভিযোগ উঠে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কিশোরগঞ্জ থানা এলাকা থেকে শতাধিক মানুষ সিঙ্গেরগাড়ি বাজারে জড়ো হয়ে ওই হিন্দুপল্লীর দিকে রওনা হন। ওই এলাকায় হামলার ঘটনা ঘটে, যার সঙ্গে কিশোরগঞ্জ থানার এলাকার কিছু মানুষের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এই বিষয়েই অনুসন্ধান করতে যান সাংবাদিকরা।

‘এই এদের ধরেন তো’: সাংবাদিকদের উদ্দেশে ওসি
ঘটনার দিন বিকেল তিনটার দিকে সাংবাদিকরা ওসির সঙ্গে থানার গোলঘরে কথা বলেন। মানববন্ধনের বিষয়ে প্রশ্ন করা হলে ওসি আশরাফুল ইসলাম প্রথমে তা অস্বীকার করেন। পরে সাংবাদিকরা ঘটনার বিস্তারিত তুলে ধরলে তিনি উত্তেজিত হয়ে বলেন—
‘উসকানি দিতে আসছে ওরা। মিয়া, আপনাদের উসকানি দেওয়ার সব খবর আছে। আপনাদের যোগ্যতা থাকলে ভালো জায়গায় থাকতেন।’

এরপর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন—
‘চোখ দিয়ে এভাবে তাকাচ্ছেন কেন? এই এদের ধরেন তো।’
সঙ্গে সঙ্গে তিনি উপস্থিত এসআই মহসীনকে নির্দেশ দেন:
‘পুলিশ ডাকেন, ওদের ধরেন। প্লান করছে দুজনে। প্রমাণ আছে আমার কাছে।’

তখন এসআই মহসীন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সাংবাদিককে থানার চত্বর থেকে সরিয়ে নেন। এরপরও ওসি তাদের উদ্দেশে গালাগাল করতে থাকেন।

ওসির অবস্থান ও হুমকি
বিষয়টি নিয়ে কথা বলতে গেলে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন শেখকে ওসি আশরাফুল বলেন—
‘আমি আধুনিক পুলিশ। সাংবাদিকদের ভয় করে চলব, এমন পুলিশ আমি না। আপনি চাইলে এসপি, ডিআইজি, আইজিপিকে অভিযোগ করুন। আমার চাকরি যাবে তাও আমি এই চাকরি করব না। সাংবাদিক, পুলিশ বা রাজনীতিবিদ—যেই হোক, ফাইজলামো করলে পিটিয়ে সোজা করে দেব।’

সাংবাদিক সংগঠনের প্রতিক্রিয়া
রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন—
‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। ওসি আশরাফুল ইসলামের আচরণ সরকার ব্যবস্থার ফ্যাসিবাদী রূপ তুলে ধরছে।’
তিনি অবিলম্বে অভিযুক্ত ওসিকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান, অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন।

পুলিশের অবস্থান
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে নীলফামারী জেলার পুলিশ সুপার এএফএম তারিক হাসান খান-এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্নেরও কোনো উত্তর পাওয়া যায়নি।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

৭২ ঘণ্টার মধ্যে ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৫ থেকে ১০টি জেলা এবং...

আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬...

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর, খোলা সব জলকপাট

ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর...

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী শিশুসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের খলসি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার...

রাঙামাটিতে ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণে ভূমিধসের ঝুঁকিতে ৬ পরিবার

রাঙামাটির রাজবাড়ী এলাকায় প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের...

মার্কিন শুল্ক বৃদ্ধিতে বিপর্যয়ের মুখে ভারতের চিংড়ি রপ্তানি খাত

ভারতের অন্যতম প্রধান কৃষি রপ্তানি খাত চিংড়ি শিল্প বর্তমানে...

প্রথমবারের মতো হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী...

যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান দুর্ঘটনা, আগুনে ক্ষতিগ্রস্ত একাধিক বিমান

যুক্তরাষ্ট্রের মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img