বদরুল ইসলাম
বাংলাদেশের বহু জেলা এখন বন্যার কবলে। তাই বন্যার মতো এরকম প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ আপদে এসব দুয়া বেশি করে পাঠ করুন।
১. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ অর্থ : আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি এবং ভরসা নেই। (বুখারি ও মুসলিম)
২. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনজ জ্বালিমিন। অর্থ : আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয় আমি অপরাধের অন্তর্ভূক্ত। (সুরা আম্বিয়া : আয়াত ৮৭)
এছাড়াও বেশি বেশি করে তাওবা ও ইসতিগফার করুন। মনে রাখতে হবে, এসব বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা স্বরুপ। তাই ধৈর্য ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। কারণ, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াময়।