প্রেস বিজ্ঞপ্তি
গত ১৮মে, শনিবার বন্দরনগরীর চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আগ্রাবাদের হোটেল জামান’স এ চট্টগ্রাম সরকারি “কমার্স কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশন ” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা — মো: সদরুল হুদা সানি, মো: মনসুর লিটন, মো: নুরুউদ্দিন আবদুল্লাহ, মো: মহিউদ্দিন, মো: আরিফুল হক চৌধুরী এবং মোহাম্মদ শহিদুল আলম।।
এছাড়াও এ মাহফিলে আরো উপস্থিত ছিলেন —- এসোসিয়েশনের আহবায়ক কমিটির সভাপতি মো: সাব্বির খান, ট্রেজারার মো: তানজির মাহমুদ, যুগ্ম ট্রেজারার মো: রাইজিন আলম এবং নিবিড়, ওয়ালী, রাসেল, আখি, নিতি, কলি সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।।