নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ গত বছরের অক্টোবর মাসে নির্মাণ করেন একটি ছেলের বেয়াদবের কান্ডকারখানা নিয়ে “ছেলেটা বেয়াদব ” নাটকটি৷ ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছিল নাটকটি। নাটকটিতে অভিনয় করেছে আফরান নিশো, তানজিন তিশা, সিয়াম নাসির, সাগর হুদা, আজম খান সহ আরো অনেকে৷ ইতিমধ্যে ৬১ লক্ষ মানুষের বেশি মানুষ দেখেছে নাটকটি। দর্শক মহলে সাড়া পাওয়ায় ছেলেটা বেয়াদবের দ্বিতীয় কিস্তি নির্মাণ করলেন তিনি। এবারো নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আফরান নিশো এবং তানজিন তিশাকে এছাড়াও সিয়াম নাসির, সাগর হুদা, আজম খান সহ আরো অনেককে অভিনয় করতে দেখা যাবে।
নাটকটি আজ রাতে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউবে চ্যানেলে রিলিজ করা হবে বলে জানিয়েছেন মাবরুর রশীদ বান্নাহ। প্রথম বারের ন্যায় এবারো নাটকটিতে একটি র্যাপ সং গেয়েছেন তানজিম হাসান অনিক।
নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানান, ফেইসবুক এবং ইউটিউবে ছেলেটা বেয়াদব ২ আবারো এর প্রোমো আপলোড করার পর ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। আর যেহেতু ছেলেটা বেয়াদব ৬১ লক্ষ মানুষ দেখেছে সেহেতু আরো আশাবাদী আমি ব্যক্তিগত ভাবে। আর ছেলেটা বেয়াদব যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে ছেলটা বেয়াদব ২ আবারো।
প্রোমো ভিডিও: https://www.facebook.com/1466342687/posts/10219239970257836?sfns=mo
রিপোর্ট করেছে: গোলাম মোর্শেদ সীমান্ত